cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
খলিলুর রহমান, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ঠেলে পাঠানো (পুশ-ইন) ৪৪ জনকে আটকের দুদিন পর বড়লেখা থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৯ মে) বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) তাদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে।
এরআগে বুধবার (৭ মে) ও বৃহস্পতিবার (৮ মে) দুটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ‘পুশ-ইন’ করে। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটকের পর তাদের বিজিবি ক্যাম্পে রাখা হয়।
আটককৃতরা হলেন, ঝিনাইদাহ জেলার মো: হারুন (৪৫), মাদারীপুর জেলার মো: রনি মুন্সি (৩৩), ফরিদপুর জেলার মো: মোশারফ (৫৫), নড়াইল জেলার মো: ওহিদুল (৪৬), বরগুনা জেলার মো: জাকির (২৮), খুলনা জেলার মোছা: রিবা খাতুন (৩৭), বাগেরহাট জেলার মোছা: নাজমা পারভীন (৪০), বরগুনা জেলার মোছা: নিপা আক্তার (২২), মাদারীপুর জেলার নুরজাহান বেগম (৫০), নড়াইল জেলার মোছা: পারভিন (৩৫), মো: শাহরুখ (১১) ও মো: মারুফ (১৪), বরগুনা জেলার মো: ওমর (০১), নড়াইল জেলার হেমেলা বেগম (৭৫), আ: রহমান মুন্সী (৬৪), খাদিজা বেগম (৪৫), রাখি মুন্সী (২৫), রাফিজ মুন্সী (১৭), রাসেদ মুন্সী (৬১), তানিয়া বেগম (২৭), ফেরদৌস (০৬), ইব্রাহীম (০৩) ও জান্নাতুল (১২), খুলনা জেলার ছানিয়া বেগম (২১), বিল্লাল কাজী (২৬), সোহান (০৫), সোহাগ (০২), নড়াইল জেলার নুরানী বেগম (১৮), টুটুল মুন্সী (৩৫), তানিয়া বেগম (৩০), আবু তাহের মুন্সী (০৩), হাসিদুল মুন্সী (০১), মুর্শিদা বেগম (০৯), সুমাইয়া (০৬), শিউলি (৩০), শিল্পী (৪০), রবিউল মুন্সী (৪০), রোখছানা বেগম (৩৫), হোসাইন মুন্সী (০৬), শুলিলা বেগম (২৫), মাহি বেগম (০৪), সিয়াম (০৩), বেলোফা বেগম (৩৬) ও আবু বক্কর (০৬)।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম শুক্রবার বিকেলে বলেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী সর্বমোট ৪৪ জনকে যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশী নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেছে। পরিচয় নিশ্চিত হওয়ায় তাদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা এক বছর আগে বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কাজের উদ্দেশ্যে ভারতে গমন করে। তারা গুজরাট-গোহাটি এলাকায় বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। সম্প্রতি ভারতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়ে তারা বাংলাদেশে প্রত্যাবর্তন করে।
জানা গেছে, গত বুধবার (৭ মে) ভোরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ভারত হতে অনুপ্রবেশকরা লোকজন বড়লেখা ত্যাগ করেন। কেউ কেউ দালালের মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশা যোগে অন্যত্র চলে যান। একইভাবে বৃহস্পতিবার (৮ মে) অনুপ্রবেশের ঘটনা ঘটে। তবে অনুপ্রবেশকারীদের মধ্যে উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর এলাকা থেকে বেশকিছু মানুষকে আটক করে বিজিবি।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান জানান, ‘অনেকের আত্মীয়স্বজন চলে এসেছেন। ৪৪ জনের ৩৫ জনকে তাদের আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদেরও নিতে তাদের স্বজনরা থানায় আসতেছে’।