সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আইপিএলে পরপর দুই ভেন্যুতে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

ডেইলি সিলেট ডেস্ক ::

কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে যুদ্ধে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশই একে অপরের ওপর আক্রমণ-পাল্টা আক্রমণ চালাচ্ছে। যা নিয়ে প্রতিনিয়ত অস্থিরতা বেড়েই চলেছে প্রতিবেশি দুই দেশের মাঝে। উভয়পক্ষের হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে তাদের ক্রীড়াঙ্গনেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চলমান আইপিএলের দুটি ভেন্যুতেও পরপর দু’দিন বোমা হামলার হুমকি এসেছে।

বুধবার (৭ মে) অজ্ঞাত ই-মেইল থেকে প্রথম হামলার হুমকি আসে কলকাতার ইডেন গার্ডেন্সে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অফিসিয়াল ই-মেইলে পাঠানো বার্তায় সেখানে আইপিএলের ম্যাচ চলাকালে মাঠে বোমা হামলা করার ঘোষণা দেওয়া হয়। যদিও অনেকটা নির্বিঘ্নভাবেই ইডেনে চেন্নাই সুপার কিংস ও স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) আরেকটি ই-মেইল বার্তায় হামলার হুমকি দেওয়া হয়েছে রাজস্থানের জয়পুরে। যদিও সাওয়াই মানসিং স্টেডিয়ামে এদিন কোনো ম্যাচ ছিল না। তবে হামলার হুমকি পেয়েই স্টেডিয়াম এলাকায় তল্লাশি চালানোর কথা জানিয়েছে রাজ্যের ক্রিকেট সংস্থা। যা নিয়ে বেশ তৎপরতা শুরু করেছে জয়পুরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কর্মকর্তাদের দাবি– এই মুহূর্তে স্টেডিয়ামে রয়েছে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড এবং জঙ্গিদমন দল। স্টেডিয়ামের প্রতিটি কোণায় তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, সকাল ৯.১৩ মিনিটে ই-মেইলে হুমকি পাঠানো হয়েছে। সেখানে লেখা ছিল, ‘অপারেশন সিঁদুরের সাফল্য উদ্‌যাপন করতে আমরা আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাব। পারলে সবাইকে বাঁচিয়ে দেখান।’

অতিরিক্ত পুলিশ কমিশনার কুনওয়ার রাষ্ট্রদীপ বলছেন, ‘স্টেডিয়ামের প্রতিটি কোণায় অনুসন্ধান চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’ যে মেইল থেকে হুমকি দেওয়া হয়েছে তার পরিচায় ও স্থান শনাক্তের জন্য পুলিশের সাইবার উইং কাজ করছে বলে জানান তিনি।

এই দুটি মেইল এমন সময়ে এসেছে, যখন অপারেশন ‍সিঁদুর নামে পাকিস্তানের অন্তত ৯টি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান অধ্যুষিত আজাদ-কাশ্মীরের ওই হামলায় প্রথম দিনেই ২৬ জন নিহতের কথা জানায় দেশটি। পরবর্তীতে সেই সংখ্যা আরও বেড়েছে। তবে ভারতের দাবি– শতাধিক মানুষ মারা গেছে তাদের হামলায়। এরপর সীমান্তে পাকিস্তানি সৈন্যদের সঙ্গে গোলাগুলিতে অন্তত ১০ ভারতীয়’র মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এদিকে, হামলার জন্য নিশানায় থাকা সম্ভাব্য ভেন্যু এলাকা হিমাচল থেকে আইপিএলের একটি ম্যাচ সরিয়ে নেয়া হয়েছে। আগামী ১১ মে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি হিমাচল প্রদেশের ধর্মশালায় হওয়ার কথা ছিল। যা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সরিয়ে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: