সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ভারত-পাকিস্তান সংঘাত: নিজ দেশের ক্রিকেটারদের নিয়ে উদ্বিগ্ন ওয়েস্ট উইন্ডিজ

ডেইলি সিলেট ডেস্ক ::

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ছড়াছড়ি। চলমান পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএলও মাতিয়ে যাচ্ছেন দেশটির ক্রিকেটাররা। তবে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ক্যারিয়ান দ্বীপপুঞ্জের ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

বৃহস্পতিবার (৮ মে) বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক আক্রমণের পর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আমরা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ অংশগ্রহণকারী আমাদের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগে সচল রেখেছি।

আমরা আমাদের কৌশলগত অংশীদার, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউআইপিএ)-এর সঙ্গেও যোগাযোগ করেছি, যাতে ওই অঞ্চলে থাকা ওয়েস্ট ইন্ডিজের সকল খেলোয়াড় এবং সহায়ক কর্মীদের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করা যায়। আমাদের মানুষের কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

সিডব্লিউআই কূটনৈতিক, সরকারি এবং ক্রিকেট সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে নিয়মিত আপডেট পাচ্ছে এবং প্রয়োজনে সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। আমরা আন্তর্জাতিক ক্রিকেটের চেতনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অনিশ্চিত ও সংবেদনশীল সময়ে আমাদের খেলোয়াড়দের সমর্থন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ক্রিকেটার ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কোচ এবং ধারাভাষ্যকাররাও পিএসএল ও আইপিএলে আছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: