সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির নেত্রী কারাগারে

ডেইলি সিলেট ডেস্ক ::

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের সহায়তায় গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক কমিটির বহিষ্কৃত নেত্রী দিলশাদ আফরিন পিংকিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষে ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান জামিনের আবেদন করেন, তবে শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন।

মামলার অভিযোগে জানা যায়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা পাওয়ার জন্য রকিবুল সিকদার ও বুলবুল সিকদার আবেদন করেন। যাচাই-বাছাইয়ের সময় জানা যায়, তারা প্রকৃতপক্ষে জুলাই বিপ্লব বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছিলেন না। অথচ দিলশাদ আফরিন পিংকি তাদের কাছ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে চিকিৎসা সংক্রান্ত মিথ্যা কাগজপত্র তৈরি করে দেন এবং গুরুতর আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ৫০ হাজার এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য আরও ৩০ হাজার টাকা নেন।

এ ছাড়া, জুলাই বিপ্লবে শহিদ আহসান কবির শরিফের স্ত্রী হাদিসা আক্তার হ্যাপিকে ফাউন্ডেশন থেকে আড়াই লাখ টাকা পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আরও কয়েকজনের কাছ থেকেও একই ধরনের প্রতারণা করেছেন তিনি।

এই বিষয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফাউন্ডেশনের লিগ্যাল অফিসার ফাতেমা আফরিন পায়েল রমনা থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, ৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে দিলশাদ আফরিন পিংকিকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: