সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

‘দাগির’ বিশেষ প্রদর্শনীতে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ

ডেইলি সিলেট ডেস্ক ::

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশের নাটক, সিনেমা ও সংগীত জগতের মানুষরা সক্রিয় হয়েছেন। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে এই প্রতিবাদ স্পষ্টভাবে দেখা গেছে।

এ প্রদর্শনীতে এক মিনিট নীরবতা পালন করে ‘মৌন প্রতিবাদে’ অংশ নেন অভিনেতা আফরান নিশো, গাজী রাকায়েত, অভিনেত্রী তমা মির্জা এবং আরও অনেকে। সোমবার রাতে রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে সিনেমার শিল্পী, নির্মাতা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, সোহেল মন্ডল, সাদিয়া আয়মান, নির্মাতা শরাফ আহমেদ জীবন, রায়হান রাফী, জাহিদ প্রীতমসহ আরও অনেকে। সংগীতশিল্পী সাজিদ সরকার ও মাশা ইসলামও উপস্থিত ছিলেন।

এ সময় ‘দাগি’ সিনেমার প্রশংসা করেন নির্মাতারা এবং অভিনয়শিল্পীরা। রায়হান রাফী বলেন, “‘দাগি’ পরিবারের সদস্যদের সঙ্গে দেখার মতো একটি সিনেমা।” শরাফ আহমেদ জীবন সিনেমাটির গল্প ও আফরান নিশোর অভিনয়ের প্রশংসা করে বলেন, “দাগি হৃদয়ে গভীর দাগ কেটে গেছে। নিশো এই চরিত্রে একদম মানানসই।” ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ও সিনেমাটির নির্মাণ ও গল্পের প্রশংসা করেছেন।

‘সুড়ঙ্গ’ মুক্তির পর দুই বছর পর ‘দাগি’ নিয়ে ঈদে পর্দায় ফিরেছেন আফরান নিশো। সিনেমাটি মুক্তি এবং প্রায়শ্চিত্তের গল্প তুলে ধরেছে। ‘দাগি’ সিনেমায় নিশো ও তমা মির্জার জুটি প্রশংসিত হয়েছে, যারা ‘সুড়ঙ্গ’ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেছিলেন।

সিনেমার চিত্রনাট্য, সংলাপ ও গল্প লিখেছেন নির্মাতা শিহাব শাহীন। আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু সহ আরও অনেকে।

পরিচালক শিহাব শাহীন সিনেমার মাধ্যমে ‘ক্ষমা’ নামক গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছেন। তিনি বলেন, “এটি একজন সাজাপ্রাপ্ত ব্যক্তির জীবনের গল্প। শুরু থেকেই নিশোকেই এই চরিত্রের জন্য ভাবা হয়েছিল। কিছু শঙ্কা ছিল, তবে নিশো সব শঙ্কা কাটিয়ে এই যাত্রায় অংশ নেয়।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: