সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য রক্ষায় পর্যটকদের ব্যতিক্রমী উদ্যোগ

সুনামগঞ্জ সংবাদদাতা ::

বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে একদল পর্যটক পরিবেশ রক্ষায় উদাহরণ সৃষ্টি করেছেন। তারা হাওরের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বিপুল পরিমাণ প্লাস্টিকবর্জ্য সংগ্রহ করে তা ধ্বংস করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ছাতক উপজেলার লক্ষণসোম গ্রামের দ্বীন মোহাম্মদ সাদিকের নেতৃত্বে একদল পর্যটক গোলাবাড়ী ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় পড়ে থাকা প্লাস্টিক বোতল, ওয়ানটাইম গ্লাস, চিপসের প্যাকেটসহ নানা বর্জ্য পরিষ্কার করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই পরিচ্ছন্নতা অভিযান।

দলনেতা দীন মোহাম্মদ সাদিক বলেন, “হাওরের সৌন্দর্য রক্ষায় এটি আমাদের ছোট্ট প্রচেষ্টা। পর্যটকদের প্রতি আহ্বান, দয়া করে প্লাস্টিকবর্জ্য যেখানে-সেখানে ফেলবেন না।”

অভিযানের অন্যতম সদস্য আছাদুর রহমান পীর বলেন, “টাঙ্গুয়ার হাওর আমাদের সবার সম্পদ। এখানে দেশ-বিদেশের পর্যটকরা ঘুরতে আসেন, কিন্তু অনেকে প্লাস্টিকবর্জ্য ফেলে পরিবেশের মারাত্মক ক্ষতি করেন। আমরা চাই, সবাই সচেতন হয়ে হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখুক।”

স্থানীয় সূত্র জানায়, প্রতি বছর বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে প্রায় ৫ লাখ পর্যটক ভ্রমণে আসেন। অনেকেই প্লাস্টিকবর্জ্য ফেলে হাওরের পরিবেশ নষ্ট করছেন। শুষ্ক মৌসুমে এসব বর্জ্য হাওরের বিভিন্ন স্থানে জমা হতে দেখা যায়, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ।

উপজেলা প্রশাসন পরিবেশ রক্ষায় এই উদ্যোগকে “অনুকরণীয় দৃষ্টান্ত” বলে প্রশংসা করেছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের প্লাস্টিকবর্জ্য না ফেলার অনুরোধ জানানো হয়েছে।

পরিবেশবাদীরা মনে করেন, এমন সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকলে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: