সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সুনামগঞ্জে বাসচাপায় প্রাণ গেল শিশু সুমাইয়ার

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাসচাপায় সুমাইয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে। সে তার মা-বাবার সঙ্গে ঢাকায় থাকত। ঈদ উদযাপনের জন্য পরিবারের সঙ্গে গ্রামে এলেও ঈদের আগেই প্রাণ হারায় সে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামে আসে সুমাইয়া। পরে আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় নূর পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১১৬৯৮) একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ দুর্ঘটনায় তার মা-বাবা অক্ষত থাকেন।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জয়কলস হাইওয়ে থানার এসআই নাজমুল ইসলাম জানান, “পরিবারের সঙ্গে ঈদ করতে এসে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করেছিল, তবে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: