cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
নবীগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম সদরঘাট দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার লোকজন প্রতিবছর সৈয়দ আলী ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। তবে সম্প্রতি ওই ঈদগাহের ওয়াকফ দলিল সংক্রান্ত জটিলতার কারণে পশ্চিমপাড়ার কিছু মানুষের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
শুক্রবার রাতে তারাবির নামাজের পর ঈদের জামাত নিয়ে আলোচনা করতে দুই পক্ষের মুরুব্বিরা সদরঘাট পশ্চিম পাড়া জামে মসজিদে জড়ো হন। আলোচনা শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পশ্চিমপাড়ার কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়া ধারালো ছুরি দিয়ে আব্দুল কাইয়ুমকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল কাইয়ুমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, “ঈদের জামাত নিয়ে বিরোধের জেরে দুঃখজনকভাবে একজন নিরীহ ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নামাজি ও ধার্মিক মানুষ ছিলেন।”
নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন জানান, “আমরা প্রাথমিকভাবে জেনেছি, ঈদের জামাত সংক্রান্ত আলোচনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।