cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
শনিবার সন্ধ্যায় হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে আশফাক নিপুন পরিচালিত ‘জিম্মি’ ওয়েব সিরিজের ট্রেলার। এতে রুনা লায়লা চরিত্রে দেখা যাচ্ছে জয়া আহসানকে।
সঙ্গে আছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্ত দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলুসহ আরও অনেকে।
রুনা লায়লা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুনের সঙ্গে এটি আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ! তিনি যেভাবে যা বলেছেন, আমি তাই করেছি। ট্রেলারে তার কিছুটা প্রতিফলন নিশ্চয়ই দেখতে পেয়েছেন দর্শক। বাকিটা তাদের ওপর, তারা বলবে রুনাকে কেমন লাগল।’
ট্রেলারে দেখা যায়, হিসাবহীন টাকার ভেতরে শুয়ে আছেন রুনা লায়লা। আবার সেই টাকার জন্যই ছুটছেন তিনি। সাধারণ এক সরকারি চাকরিজীবীর জীবন বদলে যাচ্ছে অদ্ভুত কিছু ঘটনার মধ্যদিয়ে। এমনই টানটান উত্তেজনার গল্প তুলে ধরা হয়েছে ‘জিম্মি’র আড়াই মিনিটের ট্রেলারে।
‘মহানগর’র মতো সিরিজের মাধ্যমে নির্মাতা আশফাক নিপুন দর্শকদের মুগ্ধ করেছেন। এবার তিনি আসছেন ‘জিম্মি’ নিয়ে। ট্রেলার মুক্তির পর তিনি বলেন, ‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি, তারা এটি পছন্দ করেছেন। পুরো টিম মিলে চেষ্টা করেছি নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’
এখন অপেক্ষা ২৮ মার্চের, ঈদ উপলক্ষে হইচই-তে এদিন মুক্তি পাবে ‘জিম্মি’।