cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের দিরাই উপজেলায় টহলরত এক পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা করেছে একদল ডাকাত। মঙ্গলবার (১৮ মার্চ) মধ্যরাতে শরীফপুর এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে তাকে ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতরা। তবে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয় এবং ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
শান্তিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দিরাই থেকে দ্রুতগতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। দিরাইয়ের শরীফপুর এলাকায় চেকপোস্টে এক পুলিশ সদস্য ট্রাকটি তল্লাশি করতে গেলে তাকে জোরপূর্বক ট্রাকে তুলে অপহরণ করে ডাকাত দল।
ঘটনাটি টহলে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে তারা ট্রাকটির পিছু নেন। ধাওয়া করতে করতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি পাশের পুকুরে পড়ে যায় এবং দুই যাত্রী আহত হন।
এসময় স্থানীয়রা ডাকাতদের ধরে গণধোলাই দেয়, এতে দুই ডাকাত আহত হয়। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় এবং অপহৃত পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, “ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং চেকপোস্ট থেকে অপহৃত পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”