সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার ওপর আলোচনা

দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট— এমন মন্তব্য করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। তিনি বলেন, “৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পর গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো দুর্নীতি, নৈরাজ্য ও সন্ত্রাস দমন করা। দেশের নাগরিক সেবা ও শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।”

মঙ্গলবার (১৮ মার্চ) নগরীর বারুতখানাস্থ একটি সেন্টারের সম্মেলনকক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তারা রাষ্ট্র সংস্কার, স্থানীয় সরকার ও ছাত্র সংসদ নির্বাচন দ্রুত দেওয়ার দাবি জানান। পাশাপাশি জনদুর্ভোগ নিরসন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে আনা এবং উগ্রবাদীদের কঠোর হস্তে দমনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড. রমেন্দ্রনাথ ভট্টাচার্য, সিলেট সদর জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, কেন্দ্রীয় সদস্য ও ব্যবসায়ী নেতা আব্দুল গফুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে উন্নত বাংলাদেশ বিনির্মাণ, ফোরামের কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্যের রোগমুক্তি এবং প্রবাসী নেতা কয়েস ইকবালের মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল হোসাইন চতুলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: