সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঐক্যের কাজ না হলে কঠিন দিন অপেক্ষা করছে : শায়খ মজদুদ্দীন আহমদ

স্টাফ রিপোর্টার ::

খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ বলেছেন, শুধু ঐক্যের বক্তব্য দিলেই চলবে না, বাস্তবমুখী ঐক্যের কাজ করতে হবে, অন্যথায় আমাদের জন্য কঠিন দিন অপেক্ষা করছে। তিনি বলেন, “জুলাই বিপ্লবের পর ইসলামী অনুশাসনের জন্য বাংলাদেশের ভূমি উর্বর হয়েছে। দেশের সাধারণ মানুষ এখন ইসলামী অনুশাসন দেখতে চায়, তাই ইসলামী দলগুলোর সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।”

তিনি মঙ্গলবার (১৮ মার্চ) নগরীর ইউনাইটেড সেন্টারে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা খলিলুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুনসি নাসির উদ্দীন, বিজনেস স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ খালেদ রহমান, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য। তারা ইসলামী শক্তির সুসংগঠিত ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে সাংবাদিক, রাজনীতিবিদ, আলেম ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: