সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গোয়াইনঘাটে যুবক খুন

স্টাফ রিপোর্টার ::

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাহেল শাহরিয়ার (২৬) নামে এক যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার রাধানগর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সাহেল শাহরিয়ার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, সাহেল মোটরসাইকেলে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাধানগর বাজারের কাছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তার মোটরসাইকেল গতিরোধ করে। এরপর নগদ অর্থ ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে তাকে গুরুতর আঘাত করে ফেলে রেখে যায়।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, মরদেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এটি ছিনতাইয়ের ঘটনা নাকি পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, হত্যার ক্লু পাওয়া গেছে এবং সেই সূত্র ধরে তদন্ত চলছে। ডিবি টিম ও অতিরিক্ত এসপি ঘটনাস্থলে কাজ করছেন। আশপাশের লোকজনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মোটিভ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

নিহত সাহেল শাহরিয়ারের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সিলেটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: