সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চার দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

ডেইলি সিলেট ডেস্ক ::

দ্বিতীয়বারের মতো চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এ সফরে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সফরসূচি অনুযায়ী, শুক্রবার তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

কক্সবাজার সফরে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শিশুদের জন্য একটি ক্যাম্পেইন ও পুষ্টি সহায়তা সংক্রান্ত প্রেজেন্টেশন শুনবেন। এছাড়া, রোহিঙ্গা কালচারাল সেন্টারে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করবেন এবং একটি লার্নিং সেন্টার পরিদর্শন করবেন। সফরের অংশ হিসেবে তিনি লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারেও অংশ নেবেন।

অন্যদিকে, প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন করবেন, একটি জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন এবং একটি মডেল মসজিদের উদ্বোধন করবেন। এরপর তিনি ইফতারে যোগ দিয়ে ঢাকায় ফিরে আসবেন।

শনিবার জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘ কার্যালয় পরিদর্শন করবেন এবং ঐকমত্য কমিশন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। দিনশেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন এবং প্রধান উপদেষ্টার দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

জাতিসংঘ মহাসচিবের এ সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হবে বলে আশা করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জাতিসংঘ আগামী সেপ্টেম্বরে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যেখানে ফিনল্যান্ড ও মালয়েশিয়া কো-স্পন্সর হিসেবে যুক্ত থাকবে। এ সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানে নতুন উদ্যোগ আসবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: