সর্বশেষ আপডেট : ২৭ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

তাহসিনা রুশদির লুনার গাড়িতে হামলা: ৬ মাস পর গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ::

সিলেটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনার গাড়িতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ মাস পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দুপুর ১১টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বেলাল আহমদকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ নভেম্বর বিকেল ৪টার দিকে সিলেটে বিএনপির গণসমাবেশ উপলক্ষে তাহসিনা রুশদির লুনা ওসমানীনগরে নেতাকর্মীদের সঙ্গে প্রচারপত্র বিলি করতে যান। প্রচারপত্র বিলি শেষে উত্তর গোয়ালাবাজার দাশপাড়া রোডে গাড়িতে ওঠার সময় তিনি হামলার শিকার হন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা তাকে রড দিয়ে হত্যাচেষ্টা করে, তবে নেতা-কর্মীদের প্রতিরোধের কারণে তিনি প্রাণে বেঁচে যান। পরে তার গাড়ি ভাঙচুর করা হয় এবং বহরে থাকা নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হয়।

২০২৪ সালের ১১ সেপ্টেম্বর, ঘটনার প্রায় ২২ মাস পর ওসমানীনগর থানার সাবেক ওসিসহ ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২২ জনকে আসামি করে মামলা (মামলা নং- সিআর ৩০২/২৪) দায়ের করেন বিএনপি কর্মী মো. মন্নান বক্স।

এদিকে মামলার অন্যান্য আসামিরা প্রকাশ্যে চলাফেরা করলেও তাদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদী মন্নান বক্স। তিনি বলেন, “মামলা দায়েরের ৬ মাস পর এই প্রথম কোনো আসামিকে গ্রেফতার করা হলো।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: