cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
জুলাই বিপ্লব চলাকালীন পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব স্মরণে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর একটি অভিজাত পার্টি সেন্টারে দৈনিক জালালাবাদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শহীদ এটিএম তুরাবের অবদানের কথা স্মরণ করেন এবং তার হত্যার দ্রুত বিচার দাবি করেন। বক্তারা নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় প্রস্তাবিত “শহীদ তুরাব চত্ত্বর” দ্রুত সরকারিভাবে বাস্তবায়নের আহ্বান জানান। সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মোঃ রেজা-উন-নবী আশ্বাস দেন যে, শহীদ তুরাব চত্ত্বর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল এবং দোয়া পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নূরুজ্জামান আল মাদানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক, সিলেট জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দৈনিক সিলেট মিরর সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ এবং সিলেট ভিউ সম্পাদক মো. শাহ্ দিদার আলম চৌধুরী নোবেল প্রমুখ।
বক্তারা শহীদ এটিএম তুরাবের ন্যায়বিচারের দাবির পাশাপাশি, সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়ে জোর দেন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড সিকন্দর আলী, দৈনিক উত্তরপূর্বের ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, ইমজা সেক্রেটারী সাকিব আহমদ মিঠু এবং সাংবাদিক মুহিবুর রহমান, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শহীদ এটিএম তুরাবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।