সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গাবতলীতে ডিএনসিসির অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (৫ মার্চ) সকালে গাবতলী গরুর হাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে বসানো দোকান গুড়িয়ে দেয়া হয়। এ সময় সেখানে অবস্থিত ইটের গদিঘর ভেঙে দেয় প্রশাসন।

উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এই জায়গাগুলো বৈধভাবে ভাড়া দেয়া হবে। তবে যারা দোকান বসিয়েছেন তাদের দাবি, হাট ইজারাদাররা এই জায়গা ভাড়া দিয়েছে।

তিনি আরও জানান, সবগুলো জায়গা অবৈধভাবে দখলে ছিলো। গাবতলী হাট এলাকায় ৩০ একর ও পুরো বেড়িঁবাধ এলাকায় ১৫০ একর জায়গা অবৈধভাবে দখলে আছে বলে জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা উত্তর সিটি সিটি করপোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছিলেন, বুধবার সকাল সাড়ে ৯ টায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের উপস্থিতিতে গাবতলী বেড়িবাঁধ হতে বিজিবি মার্কেট পর্যন্ত ইট, বালু ও পাথরের আড়ৎ ঘরসহ আশেপাশের অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এছাড়া আগামী ৯ মার্চ থেকে সাতারকুল-ভাটারা এলাকায় সূতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, নতুন এলাকায় যেভাবে মাঠ ও খাল দখল হচ্ছে, এগুলো বন্ধে রাজউক, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডের সাথে যৌথভাবে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করবো। আগামী সপ্তাহে আমরা ৯ মার্চ ভাটারা সূতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: