সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

এখনো বৈষম্যের শিকার সিলেটবাসী : সাবেক মেয়র আরিফ

স্টাফ রিপোর্টার ::

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলের মতো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সিলেটবাসী বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ দীর্ঘদিন ধরে আটকে থাকার বিষয়ে প্রশ্ন তুলে আরিফুল হক চৌধুরী বলেন, “কোনো কারণ ছাড়াই জমি অধিগ্রহণ আটকে রাখা হয়েছে। ১৭ বছরেও যাচাই-বাছাই শেষ হচ্ছে না কেন? জনগণের সামনে প্রকৃত কারণ প্রকাশ করা হোক।”

তিনি আরও অভিযোগ করেন, “লালাবাজার থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত সড়ক এক্সটেনশন করে রিভার্স করা হলে যানজট কমবে, অথচ এ নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।”

আরিফ জানান, “আম্বরখানা-বিমানবন্দর সড়ক উন্নয়ন প্রকল্প নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। কখনো ছয় লেন, কখনো চার লেনের পরিকল্পনার কথা বলা হয়। প্রকল্পটি একনেকে পাঠানো হলেও বারবার যাচাই-বাছাইয়ের নামে বিলম্ব করা হয়েছে। অথচ বাংলাদেশের অন্যান্য বিমানবন্দরের সংযোগ সড়কগুলো ইতোমধ্যেই উন্নত করা হয়েছে।”

বর্ষাকাল আসার আগেই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক মেয়র বলেন, “সিলেট ভূমিকম্পপ্রবণ ও বন্যাকবলিত এলাকা। প্রতি বছর পাহাড়ি ঢলে বন্যা দেখা দেয়, তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

সিলেটের পর্যটন সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, “ভোলাগঞ্জ সাদাপাথর থেকে তামাবিল-জাফলং পর্যন্ত পর্যটন সড়ক তৈরি করা হলে পর্যটকের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পাবে। কিন্তু আজ পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি।”

প্রবাসীদের বিমান ভাড়ার বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে আরিফুল হক চৌধুরী বলেন, “একই দেশে দুই রকম নীতি থাকতে পারে না। সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া তুলনামূলক বেশি রাখা হচ্ছে, যা অনতিবিলম্বে পরিবর্তন করতে হবে। নইলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।”

সিলেটে বিদ্যুৎ সরবরাহ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সাবেক মেয়র। তিনি বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে আবেদন করা হলেও কোনো অগ্রগতি হয়নি। ৩০ অক্টোবর বিউবো সচিব ও চেয়ারম্যানের কাছে প্রতিবেদন চেয়ে চিঠি পাঠানো হলেও এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।”

সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী দাবি করেন, “সিলেটের জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে এবং দীর্ঘদিনের অবহেলা থেকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: