সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বালাগঞ্জে কাঠমিস্ত্রি সুহেল হত্যা : এখনো ন্যায়বিচার পায়নি পরিবার

স্টাফ রিপোর্টার ::

সিলেটের বালাগঞ্জে কাঠমিস্ত্রি সুহেল মিয়া হত্যার ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার হয়নি বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, প্রভাবশালী মহলের চাপে মামলার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, তারা এখনো ন্যায়বিচার পাননি।

২০২৩ সালের ৩০ জুলাই বিকেলে কাজ শেষে বালাগঞ্জ বাজারে গেলে একদল লোক সুহেল মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার পর তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। পরবর্তী সময়ে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়।

সুহেলের পরিবারের দাবি, তার নিজস্ব জমি রক্ষা করতে গিয়ে তিনি হামলার শিকার হন। মামলায় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা ও তার সহযোগীদের আসামি করা হলেও পরিবার বলছে, আসামিরা প্রভাব খাটিয়ে বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।

ঘটনার পর মামলা করতে গেলে পুলিশ প্রথমে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, পরে আদালতের নির্দেশে এটি নথিভুক্ত হয়। মামলায় কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও তারা দ্রুত জামিনে মুক্তি পান। নিহতের ভাই হারুন আহমদ জানান, মামলা তুলে নেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

এদিকে, অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে অতীতে বিভিন্ন অভিযোগও রয়েছে বলে জানা গেছে। তবে মামলার তদন্ত ও বিচার নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিহত সুহেলের স্ত্রী হ্যাপি বেগম বলেন, “স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছি। আমরা ন্যায়বিচার চাই, যেন আর কোনো পরিবার এ ধরনের নির্মম ঘটনার শিকার না হয়।”

সুহেল হত্যা মামলায় স্বচ্ছ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: