সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সৃজনশীলতা বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—সিলেট শিক্ষাবোর্ড সচিব

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেছেন, সৃজনশীলতা ও কল্পনা বিকাশে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা দেহকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক স্থিতিশীলতা ও মনোযোগ বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখে। তাই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করা প্রয়োজন। তিনি আরো বলেন, জাতির অগ্রযাত্রা নিশ্চিতে শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে। দেশপ্রেমকে ধারণ করে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তবেই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে সম্মানের আসবে পৌঁছবে।

তিনি সোমবার (১৭ ফেব্রুয়ারি) দি এইডেড হাই স্কুল সিলেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসবক্ত কথা বলেন। স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. দিদার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য পীর মোহাম্মদ আলী মিলন। স্কুলের সিনিয়র শিক্ষক স্বপন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ফয়সল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া শিক্ষক দীপাল কুমার সিংহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের শিক্ষার্থী আফসানুল করিম চৌধুরী ও পবিত্র গীতা পাঠ করেন শুভ রায়। এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: