সর্বশেষ আপডেট : ১৯ মিনিট ৩০ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আন্তর্জাতিক মানবকল্যাণে অবদান রাখছে “ইস্ট হ্যান্ডস চ্যারিটি”

স্টাফ রিপোর্টার ::

ইস্ট হ্যান্ডস চ্যারিটি সংস্থা আন্তর্জাতিক পর্যায়ে মানবকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রতিষ্ঠাতা নবাব উদ্দিন এর কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

২০২০ সালে যাত্রা শুরু করা এই সংস্থা বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ব্রিটেনের স্থানীয় কমিউনিটিগুলোর উন্নয়নে কাজ করছে। বাংলাদেশে অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা, নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ এবং চলতে অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ার সরবরাহের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা এবং নির্মাণাধীন শমসেরনগর হাসপাতালের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে ইস্ট হ্যান্ডস।

সংস্থাটি সিলেট ও বরিশালের অন্ধ, বোবা, বধির শিশুদের শিক্ষায় সহযোগিতা করছে। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। সোমালিল্যান্ডে নিরাপদ পানি বিতরণ, পোল্যান্ড সীমান্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালে তিন মাস শরণার্থীদের খাদ্য সহায়তা এবং তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে হিউম্যান আপিলের সাথে যৌথভাবে সাহায্য সরবরাহ করেছে সংস্থাটি। ফিলিস্তিন সংকটে আল খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে ইস্ট হ্যান্ডস।

ব্রিটেনে স্থানীয় কমিউনিটি উন্নয়নে এনএইচএস নর্থ ইংল্যান্ডের ফান্ডে কস্ট অব লিভিংয়ে ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ পরিবারকে পরামর্শ প্রদান, ন্যাশনাল লটারির কমিউনিটি ফান্ডে নিউহ্যাম ও টাওয়ার হ্যামলেটসের ৩০ পরিবারকে সবজি চাষ প্রশিক্ষণ এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহায়তায় ৩০০ জনকে কার্বন নিঃসরণ হ্রাসের প্রশিক্ষণ দিয়েছে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে সংস্থার প্রজেক্ট প্রধান পলি রহমান, ট্রাস্টি বাবলুল হক, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবীর, সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সমন্বয়ক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: