cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
খলিলুর রহমান ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে পরকীয়ার জেরে সিএনজিচালিত অটোরিকশা চালক উজ্জল বিশ্বাস (৩০)-কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও ছোট ভাইয়ের বিরুদ্ধে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহত উজ্জল বিশ্বাস একই গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে।
সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস (১৯) এবং ছোটভাই জন্টু বিশ্বাস (২৫)-কে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জলের স্ত্রী দিপনা রাণী বিশ্বাসের সঙ্গে তার আপন ছোটভাই জন্টু বিশ্বাসের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে উজ্জলের সঙ্গে তাদের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে উজ্জলকে হত্যার পরিকল্পনা করেন দিপনা ও জন্টু। পরিকল্পনা অনুযায়ী, রোববার রাতে ঘুমন্ত অবস্থায় উজ্জলকে শ্বাসরোধে হত্যা করে তারা এবং লাশ রাস্তার পাশে ফেলে দেয়।
সোমবার ভোরে বাড়ির কাছের রাস্তার পাশে উজ্জলের লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান ও বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং সন্দেহভাজন হিসেবে নিহতের স্ত্রী ও ছোটভাইকে আটক করা হয়েছে। নিহতের বাবা সুবোধ বিশ্বাস মামলার প্রস্তুতি নিচ্ছেন। অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দিপনা ও জন্টু হত্যার দায় স্বীকার করেছে।