সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

র‍্যাব-৯ এর অভিযানে পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি উজ্জল মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। উজ্জল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি গ্রামের মাসুক মিয়ার ছেলে এবং কুটি ইউপি প্যানেল চেয়ারম্যান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ফেব্রুয়ারি রাত ৯:১০ মিনিটে এ অভিযান পরিচালনা করে। উজ্জল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলা নং-৪২/৬৩৫ (তারিখ-১৮/১১/২০২৪) এর আসামি ছিলেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারা এবং বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩/৬ ধারায় অভিযোগ আনা হয়েছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই মাদক, ধর্ষণ, মানবপাচার, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপদ সমাজ ও দেশ গঠনে র‌্যাবের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: