সর্বশেষ আপডেট : ৪ মিনিট ৩১ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী’র সহধর্মিণীর ইন্তেকাল: জানাজায় জনতার ঢল

কাজী খন্দকার ফখরুল ইসলাম ::

সিলেটের বিশিষ্ট আলেম মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা ছিলেন একজন পরহেজগার ও দানশীল মহিলা। তিনি এতিম-অনাথ শিশুদের অত্যন্ত স্নেহ করতেন এবং “উম্মুল আইতাম” (এতিমদের মা) নামে পরিচিত ছিলেন। অসহায় মহিলাদেরও তিনি যথাসাধ্য সহযোগিতা করতেন, তাদের পাশে দাঁড়াতেন এক স্নেহময়ী অভিভাবকের মতো।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী ও সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। এক শোকবার্তায় তাঁরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেনও শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার জান্নাতে উচ্চ মাকামের জন্য দোয়া করেন এবং তাঁর অবদান স্মরণ করেন।

মঙ্গলবার রাত ১০টায় বালাই হাওরে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন, যা তাঁর প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ।

তিনি ছিলেন হাজারো এতিমের মা, যাঁর হৃদয়ে ছিল অসীম মমতা ও ভালোবাসা। তাঁর আত্মত্যাগ ও সেবামূলক কাজের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: