সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমি নির্ধারণে অংশীজন সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ সংবাদদাতা ::

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি পুনঃবিবেচনার লক্ষ্যে এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমানের সভাপতিত্বে এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।

সভায় অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিরা সম্ভাব্য ৭টি স্থানের উপযোগিতা নিয়ে মতামত প্রদান করেন। উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ স্কেচ ম্যাপ ও গুগল ম্যাপের সহায়তায় এসব স্থানের বিশদ বিবরণ উপস্থাপন করেন।

সভায় মতামত ব্যক্ত করেন হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল হাই, সরকারি কৌঁসুলি আবুল ফয়েজ মোঃ খায়রুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিএনপির হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মখলিছুর রহমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান সভায় বলেন, “সকল অংশীজনের মতামত বিবেচনায় রেখে ফিজিবিলিটি স্টাডি শেষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য চূড়ান্ত স্থান নির্ধারণ করা হবে। এক্ষেত্রে হবিগঞ্জবাসীর মতামতের পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শকেও গুরুত্ব দেওয়া হবে, যাতে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব হয়।”

সভায় অংশগ্রহণকারীদের মতামত লিপিবদ্ধ করা হয় এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও পর্যালোচনা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: