cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, “রক্তাক্ত জুলাই আন্দোলনের শহীদরা জাতির সম্পদ। তাদের আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক অভূতপূর্ব বিপ্লব সাধিত হয়েছে।”
তিনি আরও বলেন, “জামায়াতের উদ্যোগে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক ‘২য় স্বাধীনতায় শহীদ যারা’ এর প্রথম ধাপে ১০টি খণ্ড প্রকাশিত হয়েছে, যাতে ৭১৩ শহীদের জীবনী স্থান পেয়েছে। আরও ২টি খণ্ড প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে সব শহীদের জীবনী লিপিবদ্ধ করা হবে।”
তিনি বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগর জামায়াত আয়োজিত ‘২য় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহাজাহান আলী। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, আলেম-উলামা, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্মারকগ্রন্থটির জাতীয় মোড়ক উন্মোচন করেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। একইসঙ্গে দেশের আরও ১০টি মহানগরে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
সিলেটের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ কবি কালাম আজাদ, অধ্যক্ষ ডা. ফজলুর রহিম কায়সার, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠান শেষে ‘২য় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকগ্রন্থের ১০টি খণ্ডের প্যাকেজ সিলেট প্রেসক্লাব, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে তুলে দেওয়া হয়।