সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সুনামগঞ্জ সীমান্তে ১ কোটি ১০ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ মদ, বিড়ি, শাড়ি, লেহেঙ্গা, গবাদিপশুসহ ১ কোটি ১০ লাখ টাকার মালামাল জব্দ করেছে।

বিজিবি সিলেট সেক্টরের অধীনে ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান ও সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের বাংলাবাজার, লাফার্জ, সিলেটের প্রতাপপুর, সংগ্রাম, সোনারহাট, পান্তুমাই, বিচনাকান্দি, দমদমিয়া, কালাসাদেক, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা, ডিবির হাওরসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবি টহল দল পৃথক অভিযানে চোরাচালানের ৯৬ লাখ ৭৪ হাজার টাকার মালামাল জব্দ করে।

জব্দকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় কার্টুন ভর্তি শাড়ি, লেহেঙ্গা, শীতের কম্বল, গবাদিপশু (গরু-মহিষ), বিদেশি মদ, সেখ নাসির উদ্দিন বিড়ি, চিনি, কমলা, ডালিম, পোস্তদানা, গার্নিয়ার ক্রিম, বেটেনোভেট ক্রিম, সাবানসহ বিভিন্ন চোরাচালানি পণ্য। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও সীমান্ত নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একাধিক নৌকা জব্দ করা হয়।

বিজিবির আরেকটি অভিযানে মদসহ এক চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনিবার ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা আরও ১৩ লাখ টাকার মদ জব্দ করেছে বিজিবি। সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও, নারায়নতলা, বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা ও তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিওপির পৃথক অভিযানে ৮৫৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় (বিদেশি) মদ জব্দ করা হয়, যার বাজারমূল্য ১২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: