সর্বশেষ আপডেট : ১৩ মিনিট ৯ সেকেন্ড আগে
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সাইফ আলী খানের ওপর হামলা, যা বললেন কারিনা কাপুর

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজের বাসায় এক বা একাধিক দুর্বৃত্ত হামলা চালিয়েছিল বলিউড তারকা অভিনেতা সাইফ আলী খানের ওপর। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারও হয়েছে এই অভিনেতার। এ ঘটনায় সাইফ আলী খানের জনসংযোগ কর্মকর্তা আগেই বিবৃতি দিয়েছেন। স্বামীর এমন কঠিন পরিস্থিতিতে খুবই দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

সংবাদমাধ্যমের খবর, বাড়িতে লুকিয়ে থাকা দুষ্কৃতি ব্যক্তি আক্রমণ করেছে সাইফের ওপর। এ খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ ইন্ডাস্ট্রির তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। গত বুধবার মধ্যরাতের এ ঘটনার পর চিন্তিত হয়ে পড়েন পতৌদি ও কাপুর পরিবার।

এদিকে স্বামীর ওপর হামলার ঘটনায় বিষয়টি নিয়ে কথা বলেছেন স্ত্রী কারিনা কাপুর। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে অস্থির সময়ের কথা জানিয়েছেন। বলেছেন, দিনটি পরিবারের জন্য চ্যালেঞ্জিং ছিল। এখনো ঘটনা সম্পর্কে বুঝে উঠতে পারছেন না। এ কারণে মিডিয়ার কাছে অনুরোধও করেছেন তিনি।

কারিনা কাপুর লিখেছেন, সংবাদমাধ্যমের কাছে বিনীত অনুরোধ, অনুগ্রহ করে ধারণার ওপর কোনো সংবাদ প্রকাশ করবেন না। সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সময় দিন আমাদের। এ সহযোগিতার জন্য আগেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।

মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি ভবনে থাকেন বলিউড তারকা সাইফ। পুলিশ সূত্র থেকে জানা গেছে, হামলাকারী ফায়ার সেফটি রুট ব্যবহার করে প্রবেশ করেছিল বাড়িতে।

এরপর সাইফ-কারিনার দুই সন্তান তৈমুর ও জেহ’র ঘরে ঢুকে। তাদের দেখভাল করা গৃহকর্মীর সঙ্গে হাতাহাতিও হয়। এ সময় সেখানে পৌঁছান সাইফ। আর তখনই তার ওপর হামলা চালায় আক্রমণকারী। ছুরি দিয়ে বেশ ককেবার আঘাত করে। তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে অভিযুক্তকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: