cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
লাখো মানুষের অংশগ্রহণে ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হয়েছে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১৭তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বিশাল ঈসালে সাওয়াব মাহফিল। ধর্মীয় আবেগঘন পরিবেশে আয়োজিত এই মাহফিলে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ন্যায়, মানবতা ও দীনদার জীবনের দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “ন্যায়ের উপর অবিচল থেকে শ্যামল-সুন্দর জন্মভূমির মানুষকে ভালোবাসি। হিংসা-বিদ্বেষ নয়, বরং মনের আবেগে দীন-দুঃখী মানুষের পাশে দাঁড়ান। এতীম-অনাথদের খেদমত করুন, কারণ এতে যে প্রশান্তি মেলে, তা অন্য কোথাও পাওয়া যায় না।” তিনি আরও বলেন, “আমরা যেন যুলমকারীদের শিকার না হই এবং কোনো পরিস্থিতিতেই অবিচার না করি।”
সকাল সাড়ে ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাজার যিয়ারতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী আয়োজনে ছিল খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান এবং দালাইলুল খাইরাতসহ স্মৃতিচারণমূলক আলোচনা।
মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, প্রখ্যাত আলিম ও গবেষকরা এবং দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষ।
মাহফিলে বক্তারা মানবিক ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, “শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে চলার বিকল্প নেই।” তারা কুরআন ও হাদিসের আলোকে সামাজিক উন্নয়নে ধর্মীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
এই মাহফিলে লাখো মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ প্রমাণ করে মানুষের ধর্মীয় অনুভূতি ও ন্যায়পরায়ণতার প্রতি আগ্রহ। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।