cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
তারেক হাসান, কুলাউড়া ::
‘গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ’গ্রাম বাংলার সেই ঐতিহ্য নিয়ে প্রচলিত প্রবাদটি মানুষের মুখে মুখে এখনো শুনা যায় । তবে বাস্তবতা এখন ভিন্ন আধুনিকতার ছোয়ায় এগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। এখন আর আগের মতো গোলা খোঁজে পাওয়া যায় না, হালের গরু আর পুকুর কমে এসেছে। আধুনিক হালচাষের যান্ত্রিক মেশিন (ট্রাক্টর), ধান কাটার মেশিন কম্বাইন হারভেস্টার, মাড়াই মেশিন, ধান ভাংগার মেশিন রয়েছে কোথাও এক মেশিনে’ই সকল কাজ হয়ে যাচ্ছে।
জীবন এখন আনেক সহজ হয়ে গেছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এবার আমন ধান ফলন কোথাও কোথাও ভালো হলেও অনেক স্থানে আশানুরূপ ফলন হয়নি। বিশেষ করে কাদিপুর, ব্রাহ্মণবাজার ও জয়চন্ডি ইউনিয়নে এবার আমন ধানের ফলন আশানুরূপ হয়নি। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন চলতি বছরের মনু নদীর ভাংগনের ফলে সৃষ্ট আকস্মিক বন্যার ফলে এ সকল এলাকার অনেক ফসলি জমি, বাড়ি-ঘর, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পানি দীর্ঘদিন জমে থাকায় তারা ক্ষতির মুখে পড়েন। তবে উপজেলার দক্ষিণাঞ্চলে আমন ধানের ফলন তুলনামূলক ভালো হয়েছে।
সরেজমিন লংলা মনরাজ এলাকায় ঘুরে দেখা যায় সেখানে ধানের ফলন ভালো হয়েছে কৃষকদের মাঝে ধান ঘরে তুলার আনন্দ উৎসব চলছে। স্থানিয় কৃষক সাজিদ আলী ও শামিমের সাথে আলাপ করে জানা গেছে রঞ্জিত-আসামি জাতসহ বিভিন্ন জাতের ধান রোপন করে তারা এবার প্রতি কিয়ার (৩০শতক) জমিতে ১০-১২মন ধান পেয়েছেন। তবে নীচু এলাকায় ধান ৮-১০মন পেয়েছেন।কৃষকরা বলেন নীচু এলাকার থেকে উজানে (উঁচু) ফলন বেশি হয়েছে। কুলাউড়া উপজেলায় মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ অভিযান ১৮ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
কুলাউড়া খাদ্যগুদামে আমন ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম ইনচার্জ অলক বৈষ্ণব প্রমুখ। এবারে কুলাউড়া উপজেলায় কৃষক পর্যায় থেকে মোট ১২০১মেট্রিক টন ধান সংগ্রহের টার্গেট দেয়া হয় এবং মিলারদের ১২০মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।