সর্বশেষ আপডেট : ৯ মিনিট ২৭ সেকেন্ড আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

অস্বাস্থ্যকর পরিবেশে চলছে পাকড়ী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা

ডেইলি সিলেট ডেস্ক ::

দূর থেকে মনে হবে পরিত্যক্ত কোনো জরাজীর্ণ ভবন। ভবনের চারদিকে দেখা যায় অপরিচ্ছন্ন ও আগাছা। নেই বাউন্ডারি ওয়াল। অরক্ষিত সীমানার মধ্যেই চরে গরু-ছাগল। সীমানার মধ্যে স্থানীয় কয়েকজন গড়ে তুলেছেন দোকানও। শুধু তাই নয়, সেখানে দিব্যি শুকানো হচ্ছে গোবরের খড়ি।

তবে ভবনটি সাধারণ কোনো ভবন নয়। এটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র। মূলত প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এটি স্থাপিত হয়। তবে সেখানে ওষুধ ও চিকিৎসক সংকটের কারণে প্রান্তিক পর্যায়ের লোকজন সাধারণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত।

বুধবার (১৩ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ ইউনিয়ন সেবা ও পরিবার কল্যাণকেন্দ্রে প্রতিদিন প্রায় ৬০-৭০ জন প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী বিভিন্ন ধরনের রোগ নিয়ে চিকিৎসার জন্য আসে। কিন্তু তাদের নিয়মিত স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন রকম সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদানের নিয়ম থাকলেও তা করা হচ্ছে না। ফলে উপস্বাস্থ্যকেন্দ্রটিতে গিয়েও সেবা না পেয়ে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে এলাকার সাধারণ জনগণকে। আবার স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিদিন খোলা হলেও সরকারি রুটিন অনুযায়ী সেখান কর্মকর্তা-কর্মচারীরা করেন না অফিস। নির্দিষ্ট সময়ের পরে অফিস খুলে তারা বন্ধ করে চলেও যায় অনেক আগেই।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়মিত এই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের কথা থাকলেও কয়েক মাসেও তিনি কোনো খোঁজখবর নেন না বলে অভিযোগ রয়েছে। নানা রকম অনিয়ম, চিকিৎসক না থাকাসহ পর্যাপ্ত জনবল ও আসবাবপত্রের সংকটের কারণে বর্তমানে মুখ থুবড়ে পড়েছে এ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির স্বাস্থ্যসেবা কার্যক্রম।

পাকড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে সরজমিনে ঘুরে দেখা যায়, ব্যবহার অনুপযোগী টয়লেট ও আসবাবপত্রেরও রয়েছে চরম সংকট। সেখানে চিকিৎসা নিতে আসা এক গর্ভবতী নারী বললেন, আমাদের মতো অনেক গর্ভবতী নারী এখানে চিকিৎসাসেবা নিতে আসে। কিন্তু একটিমাত্র টয়লেট আছে, আর সেটি এতটাই নোংরা, সেখানে প্রবেশ করাই দায়। অনেক সময় প্রস্রাব পরীক্ষার জন্য টয়লেটটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটি ব্যবহার অনুপযোগী। যা দেখার কেউ নেই।

সেখানে দেখা গেছে, স্বাস্থ্যকর্মীরা বসে কাজ করার মতো চেয়ার-টেবিলও নেই। যেগুলো আছে সেগুলো ভাঙা। সেই সঙ্গে পুরো ভবনে ধরেছে ফাটল। নেই নিরাপত্তা দেয়াল। ভবনের চারপাশে গরুর গোবরের খড় ও আগাছা লেগে আছে। শুধু তাই নয়, সেখানে কোনো নিয়মের বালাই নেই।

স্বাস্থ্যকেন্দ্র সেবাদানকারী ফার্মাসিস্ট মাসুম আলী গত সোমবার বেলা সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করেন। অথচ তার সেখানে আসার কথা ছিল সকাল ৯টায়। এদিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইকবাল হোসেন স্বাস্থ্যকেন্দ্র আসেন ১১টায়। আর এক ঘণ্টা থাকার পর তিনি তার আত্মীয় অসুস্থতার কথা বলে কেন্দ্র ত্যাগ করেন। মিডওয়াইফ নার্স ইসমত আরা এসেছেন সকাল ১০টায়।

গর্ভবতী নারী ছবি রানীসহ বেশ কয়েকজন স্থানীয় লোকজন সেখানকার চিকিৎসার বেহাল দশার কথা জানান। স্থানীয় মানিক মিয়া নামের এক ব্যক্তি বলেন, এই স্বাস্থ্যকেন্দ্রে জন্য সরকার লাখ লাখ টাকা খরচ করছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ডাক্তার নাই। নাই ওষুধও। মাঝে-মাঝে খোলা থাকলেও প্রায় দিনই বন্ধ থাকে। এই স্বাস্থ্যকেন্দ্রটি যে যার মতো ব্যবহার করছে। এসব দেখার যেন কেউ নেই। তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে আমার বাচ্চাটার জ্বর হলে আমি এখানে ওষুধ নিতে এসে পাইনি। পরে দোকান থেকে কিনে নিতে হয়েছে।

পাকড়ী পশ্চিম পাড়া গ্রামের বেণু বেগম (৬০) বলেন, এখানে আমি কোমরের ব্যথা নিয়ে এসেছি। কিন্তু কেবল প্যারাসিটামল ও হিস্টাসিন দিয়েই চিকিৎসা শেষ। তাই বাড়ি চলে যাচ্ছি। ইয়াজপুরের হাবেসা ও গোয়াল পাড়ার আসমা বলেন, চিকিৎসা নিতে আসলে ঘুরেফিরে একই ওষুধ দেয় আর বলে, এগুলোতেই অসুখ ভালো হবে। এভাবেই ওষুধ না পেয়ে শত শত রোগী ফিরে যাচ্ছে।

জানতে চাইলে স্বাস্থ্যকেন্দ্রটির সেবাদানকারী ও ফার্মাসিস্ট মাসুম আলী বলেন, ‘এখানে গড়ে প্রতিদিন ৬০-৭০ রোগী চিকিৎসা নিতে আসেন। প্রতি তিন মাস অন্তর ওষুধ বরাদ্দ হয়। হয়ত কিছু ওষুধ শেষের দিকে কম হয়ে যায়। তখন ওষুধ ভাগ করে দিতে হয়। এজন্য অনেক সময় অতিরিক্ত লোকজন আসলে মাসের শেষের দিকে কিছু ওষুধ সংকট হয়।’ স্বাস্থ্যকেন্দ্রের অভ্যন্তরে দোকান কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ধারণা, এটি স্থানীয় রাজনীতির কারণে হতে পারে।’

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী মাজরুই রহমান বলেন, ওষুধ যে পরিমাণ বরাদ্দ দেওয়া আছে তাতে যথেষ্ট চিকিৎসাসেবা পাবে রোগীরা। তারপরও কেন ওষুধ ও চিকিৎসা পাচ্ছে না, খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ভবনে ফাটলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: