cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে কাতারের সানাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকেরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের ফারুক আহমদ ও একই ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামের মোহাম্মদ আলী। আহত যুবকের নাম জুনেদ আহমদ। তিনিও গর্দনাকান্দি গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ফারুক আহমদ ঝিঙ্গাবাড়ীর ইউপি সদস্য আবদুল লতিফের চাচাতো ভাই। তাঁর মাধ্যমেই তিনি বিষয়টি জেনেছেন। স্বজনদের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, কাতারে কর্মস্থলে যাওয়ার পথে আজ বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে ওই তিনজনকে পরিবহন করা গাড়িটি সানাইয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গাড়িটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে ফারুক আহমদ ও মোহাম্মদ আলী নিহত হন। আহত হন জুনেদ আহমদ।
আবু বকর আরও জানান, খবর পেয়ে নিহত যুবকদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া মাধ্যমে লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতা করার কথাও জানান তিনি।