সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ধর্মপাশায় আশ্রয়কেন্দ্রে আগুন, দুই নারীসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে পুড়ে একই পরিবারে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশু। ঘটনার সময় বসতঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গেছে।

সোমবার দিনগত রাত ১২টার দিকে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল এলাকার সরকারি আশ্রয়ণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ধর্মপাশা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সীমের খালে গিয়ে ছয়জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য এসব মরদেহ জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো রাতে আশপাশের বাড়িঘরসহ ওই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। রাত ১২টায় ধোঁয়া ও আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে ভেতর থেকে দরজা জানালা বন্ধ দেখতে পান। চোখের পলকেই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় ঘরটি। এসময় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের চার শিশুসহ ছয় জন। নিহতরা হলেন- এমারুল (৪৮), তার স্ত্রী পলি বেগম (৪২), চার শিশুসন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা (৫) ও ওমর ফারুক (৩)।

মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক ঘটনাস্থলে যান। মরদেহ দাফনে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে জানিয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন প্রতিবেদককে বলেন, আশেপাশের কোনও ঘরে আগুন লাগেনি। এমারুল মিয়ার ঘরে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: