সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শনিবার, ১৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আমেরিকা প্রবাসী ডাঃ সুধীর রঞ্জন দাসের পরলোক গমন

রাজীব ঘোষ :

আমেরিকা বোস্টন প্রবাসী ডাঃ সুধীর রঞ্জন দাস গত ১৪ জুন শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় ৮৭ বছর বয়সে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সেন্ট মাইকেল সেমেটারি ক্রিমেসন সেন্টার বোস্টন ইউএস-এতে সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনী সহ দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর শ্রাদ্ধানুষ্ঠান গত ২৬ জুন আমেরিকার বোস্টনস্থ বাসায় এবং ২৭ জুন সিলেট নগরীর অনন্তপুরস্থ তাঁর পুত্র রোটারিয়ান প্রদীপ রঞ্জন দাসের বাসভবনে অনুষ্ঠিত হয়।

প্রয়াত ডাঃ সুধীর রঞ্জন দাস মৌলভীবাজার সোনারূপা চা-বাগনে একজন স্বনামধন্য ডাক্তার হিসেবে দীর্ঘকাল সমাজসেবায় ব্যাপ্ত ছিলেন। প্রসঙ্গতঃ উল্লেখ্য, তাঁর স্ত্রী নিয়তি রাণী দাসও একই বাগানে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।

বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের অন্যতম পৃষ্ঠপোষক, সিলেট জল্লারপারস্থ আর.আর প্রিন্টার্সের সত্ত্বাধিকারী রোটারিয়ান প্রদীপ রঞ্জন দাসের পিতার পরলোক গমনে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন এক বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: