সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জামালের বোলিং নৈপুণ্যে কুমিল্লার জয়

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেট পর্ব শেষে আবারও ঢাকা ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুর্নামেন্ট। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার তিনে থাকা খুলনা টাইগার্সকে ৩৪ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তানি পেসার আমের জামালের ৫ উইকেটের সুবাদে ১১৫ রানে অলআউট হয়েছে খুলনা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ১৮.৫ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় খুলনা টাইগার্স।

১৫০ রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে খুলনা। পাওয়ার প্লেতে ৩২ রানের মধ্যে এনামুল হক, আফিফ হোসেন ও আকবর আলিকে হারায় দলটি। ২টি চার ও একটি ছক্কায় ১২ বলে ১৯ রানে ফেরেন অধিনায়ক বিজয়। আফিফ ও আকবর দুজনই ৫ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। দলীয় ৪৯ রানের মাথায় পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন এভিন লুইস।

পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ আজ ৭ রানের বেশি করতে পারেননি। আমের জামালের তোপে সাজঘরে ফিরে যান নাহিদুল ইসলাম, ফাহিম আশরাফ, নওয়াজ, লুইস ও নাসুম। খুলনার হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ওয়াসিম জুনিয়র। ২৩ রানের বিনিময়ে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন আমের জামাল।

লিটনের ব্যাটে লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা পায় কুমিল্লা। উদ্বোধনী জুটিতে ৩৯ রানের পার্টনারশিপ গড়েন লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান। ৩০ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪৬ রানে বিদায় নেন কুমিল্লার অধিনায়ক। আরেক ওপেনার রিজওয়ান ২৮ বলে ২১ রানে আউট হন। ইংলিশ তারকা উইল জ্যাকস ২টি চারে ২২ রানে ফেরেন। শেষ দিকে জাকের আলি অনিকের ৮ বলে ১৮ রানের অপরাজিত ইনিংসে ১৪৯ রান সংগ্রহ তোলে কুমিল্লা।

বাংলাদেশ জার্নাল/টিআর

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: