সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বৃদ্ধ পিতা থাকেন খুপড়ি ঘরে, ছেলে দালানে!

জন্মদাতা মা-বাবা। এ পৃথিবীতে তাদের মতো আপনজন আর কেউ নেই। মা-বাবা আমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাদের সঙ্গে দুর্ব্যবহার করে কোনো সন্তান কখনও সফলতার পথে এগিয়ে যেতে পারে না। মা-বাবার অবাধ্য সন্তানের ধ্বংস অনিবার্য।

সাতক্ষীরার কলারোয়ায় ৯৫ বছরের বৃদ্ধ অচল, কোন কাজ করতে পারেননা। বাড়িতে বসে বসে শুধু খায়। তাই অচল পিতাকে আর দরকার নেই। পাষণ্ড ছেলে বৃদ্ধ পিতাকে বেধড়ক পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

দীর্ঘ এক মাস ধরে অসহায় অচল বৃদ্ধ বাড়ির পাশে নিজের ৬ শতক জমিতে পলিথিন দিয়ে একটি খুপড়ি ঘরে রাত যাপন করে যাচ্ছেন। ভিক্ষাবৃত্তি করে কোন রকমে খাবার জোগাড় করছেন।

আর ছেলে থাকেন একতলা পাকা বাড়িতে। এই ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড গাজনা গ্রামে।

বৃদ্ধ নুর মোহাম্মাদ জানান, তার পিতার নাম মৃত মান্দার সানা। তিনি বহু কষ্ট করে ছেলে-সন্তানদের মানুষ করেছেন। ৯৫ বছর হওয়ায় বয়সের ভারে ভারে আগের মতো এখন আর চলতেও পারেন না। রোজগার করতে না পারায় প্রতিনিয়ত ছেলের হাতে মার খেতেন তিনি।

এর আগেও কয়েক বার মারপিট করে বাড়ি থেকে তাকে বের করে দেয়া হয়েছিলো। গত মার্চ মাসে বেধড়ক মারপিট করে বুকের উপর উঠে পা দিয়ে আঘাত করা হয়। তাতে মারাত্মক আহত হন তিনি। সুস্থ হতে ৮ হাজার টাকার ওষুধও কিনতে হয়েছে।

শেষ বয়সে ছেলের হাতে আর মার খেতে চান না তিনি। তাই পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কমনা করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: