cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
রংপুরের বহু’মাত্রিক শারীরিক প্রতিব’ন্ধী জুবায়ের হোসেন উজ্জ্বল মুখ দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। সে মিঠাপুকুর উপজে’লার বালারহাট ইউনিয়নের বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫৮ পেয়েছে।
উজ্জ্বলের বাবা জাহিদ সারোয়ার জানান, এসএসসি পরীক্ষা পাস করার পর উজ্জ্বলকে বালারহাট কলেজে ভর্তি করি। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে অটোতে করে শুয়ে সে পরীক্ষা কেন্দ্রে যাওয়া-আসা করতো। পরীক্ষা কেন্দ্রে বিছানায় শুয়ে সবগুলো পরীক্ষা দেয় উজ্জ্বল। আম’রা তার পরীক্ষার ফলাফলে অনেক খুশি। সে পরিবারের বোঝা না হয়ে, সরকারি চাকরি করে আত্মনির্ভরশীল হতে চায়। আম’রা অনেক ক’ষ্টে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছি।
বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আলাউদ্দিন বলেন, বহু’মাত্রিক প্রতিব’ন্ধী হওয়া সত্ত্বেও উজ্জ্বলের লেখাপড়ার আগ্রহ অনেক।
সে অনেক মেধাবী। সে যে ফলাফল করেছে তা অনেক সাধারণ শিক্ষার্থীরাও করতে পারেনি। আম’রা কলেজে তাকে সার্বিক সহযোগিতা করেছি। বেডে পরীক্ষা দেয়ার জন্য বোর্ড থেকে অনুমতি নেয়ার ব্যবস্থা করেছি। আম’রা চাই প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সে জীবনে ভালো কিছু করুক এবং সকলের অনুপ্রেরণার উৎস হোক।
উল্লেখ্য, রংপুর মিঠাপুকুর উপজে’লার বালারহাট ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম হযরতপুরের হতদরিদ্র কৃষক জাহিদ সারোয়ারের তিন সন্তানের মধ্যে দ্বিতীয় জুবায়ের হোসেন উজ্জ্বলের (২১) বহু’মাত্রিক শারীরিক প্রতিবন্ধিতা জন্মের পর থেকে।