সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ১৯ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

হিজাব বিতর্কে কর্নাটকের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

হিজাব বিতর্কের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কর্নাটকে সব স্কুল-কলেজ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্নাটনের মুখ্যমন্ত্রী বাসাভরাজ ভোমাই মঙ্গলবার এ ঘোষণা দেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

এদিন কর্নাটকের হাই কোর্ট বলেছে, ‘আমরা যুক্তি ও আইন দ্বারা পরিচালিত হবো, আবেগ বা ভাব দ্বারা নয়।’

কর্নাটকের দুটি কলেজে হিজাব পরার কারণে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশ করতে দেয়া হয়নি। এর জেরে ওই শিক্ষার্থীরা বিক্ষোভ দেখান। তাদের সঙ্গে একমত হয়ে আরও বেশ কিছু শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা গেছে।

এর জেরে পাল্টা বিক্ষোভে নামেন আরেক দল শিক্ষার্থী। তারা কলেজের পোশাকের পাশাপাশি গেরুয়া শাল পরে বিক্ষোভ দেখাতে থাকেন। কোনো কোনো কলেজে গেরুয়া পতাকা উড়াতেও দেখা যায়।

মঙ্গলবার মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজে হিজাব বিরোধী বিক্ষোভ হয়েছে। কিছু বিক্ষোভকারীকে ‘জয় শ্রীরাম’ বলে স্লোগানও দিতে দেখা গেছে।

এ প্রেক্ষাপটে মুসলিম শিক্ষার্থীরা বলছেন, তারা সমতা চান এবং তারা হিজাব নিষিদ্ধ করার আগপর্যন্ত তা পরেই যাবেন।

এ প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী প্রলহাদ যোশি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের নির্দেশিত ড্রেস কোড সব শিক্ষার্থীকে মানতে হবে। রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমাদের দেখতে হবে এইসব লোক কারা, যারা শিক্ষার্থীদের উসকানি দিয়ে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: