cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বিয়ের সকল কাজ সম্পন্ন হতে না হতেই বিয়ের অনুষ্ঠানেই নব-বউকে তালাকা দিয়েছেন বর নিতাইচন্দ্র রায় (২৩) নামে এক যুবক। একই সাথে যৌতুকের ১০ লাখ টাকাও ক্ষতিপূরণের অঙ্গীকার করেন তিনি। গতকাল রবিবার (২১ নভেম্বর) রাতে নীলফামা’রীর সৈয়দপুর উপজে’লা পৌর শহরের কয়ামিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, সরকারি চাকরিতে টাকা লাগবে বলে জামাই নিতাইচন্দ্রের বাবা যৌতুক হিসেবে মে’য়ের বাবার কাছ থেকে ১০ লাখ টাকা নেন। ছে’লে ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে যোগদানও করেন। এদিকে, হাসি-খুশি এবং আনন্দ চিত্তে মে’য়েকে বিদায় দেওয়ার প্রস্তুতি নেন পরিবারের লোকজন। পণ্ডিত ডেকে গত রবিবার বিদায়ের দিন-তারিখ ও লগ্ন ঠিক করা হয়। সম্পন্ন করা হয় কেনাকা’টাও।
এরপর ঠিক আগের দিন সন্ধ্যায় মে’য়ের বাবার মোবাইল ফোনে একটি কল আসে। অ’পর পক্ষ থেকে বলা হয়, ছে’লে প্রতারক। সে ১ সপ্তাহ আগে লালমনিরহাটে তার পছন্দের এক মে’য়েকে কোর্টে বিয়ে করেছে। এই কথা শুনে মুহূর্তে বিয়ে বাড়ির পরিবেশ গু’মোট হয়ে শোকের ছায়া নেমে আসে। মে’য়ের বাবাসহ আত্মীয়স্বজন যান জামাইয়ের বাড়িতে। সেখানে মোবাইল ফোনে আসা বিয়ের খবরের সত্যতা পাওয়া যায়।
এ খবরে কনের বাবাসহ পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। গতকাল রবিবার রাতেই জামাইকে জো’র করে তুলে নিয়ে আসেন মে’য়ের বাড়িতে। সেখানে মে’য়ে বিদায়ের আয়োজিত আসরে যৌতুকের ১০ লাখ টাকাসহ ক্ষতিপূরণের অঙ্গীকার করে বউকে তালাক দেন বর। এর পর তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে জানা যায়- এক বছর আগে দিনাজপুরের চিরিরবন্দর উপজে’লার চ’ম্পাতলী মাস্টারপাড়া এলাকার অমূল্য চন্দ্র রায়ের ছে’লে নিতাইচন্দ্র রায়ের সঙ্গে তুলশীচন্দ্র রায়ের মে’য়ে জয়ত্রী রানী রায়ের আশীর্বাদ ও রেজিস্ট্রিতে বিয়ে হয়। এ বিষয়টি স্থানীয় ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড নারী কাউন্সিলর রুবিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বরের আরেকটি বিয়ের খবরের সত্যতা পাওয়া যায়। বর প্রতারক হওয়ায় কনে বিদায়ের আয়োজিত আসরে যৌতুকের ১০ লাখ টাকাসহ ক্ষতি পূরণের অঙ্গীকার করে বউকে তালাক দেন বর।