cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাবা-মা ও ভাইয়ের মা’রধরে প্রবাসী শারফুল ঢালীর মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় মা হোসনে আরাকে আ’ট’ক করেছে পু’লিশ। তবে এখনো বাবা ও ভাই পলাতক রয়েছেন।বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতা’লে চিকিৎসাধীন অবস্থায় শারফুলের মৃ’ত্যু হয়। এর আগে, বুধবার সকালে পাগলা থা’নার চাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। শারফুল একই গ্রামের ইসহাক ঢালীর ছে’লে।
জানা গেছে, দীর্ঘ আট বছর লেবাননে ছিলেন শারফুল। সেখানে ভালো বেতনে চাকরি করতেন। নিজের আয়-রোজগারের সব টাকা বাবা ইসহাক ঢালীর নামে পাঠাতেন তিনি। ছয় মাস আগে শারফুল দেশে ফেরেন। এরপর বাবার কাছে টাকার হিসাব চান তিনি। কিন্তু কোনো হিসাব না দিয়ে টাকা দেবেন না বলে জানিয়ে দেন বাবা। এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো।
ঘটনার দিন বুধবার সকালে ফের ঝগড়া হয়। একপর্যায়ে শারফুলকে লোহার রড ও শাবল দিয়ে পি’টিয়ে হাত-পা ভেঙে দেন বাবা-মা এবং ছোট ভাই আশরাফুল ঢালী। পরে তাকে ঘরের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন তারা।
একপর্যায়ে শারফুলের চি’ৎকারে এগিয়ে এলে স্থানীয়দেরও রড, শাবল ও রাম’দা দিয়ে তাড়া দেন বাবা-মা এবং ভাই। পরে বিষয়টি পু’লিশকে জানান প্রতিবেশীরা। এরপর শারফুলকে উ’দ্ধার করে উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন পু’লিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতা’লে স্থা’নান্তর করেন চিকিৎসকরা। সেখানেই বৃহস্পতিবার সকালে তিনি মা’রা যান।
পাগলা থা’নার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, ম’রদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ম’র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নি’হতের মা হোসনে আরাকে আ’ট’ক করা হয়েছে।