cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
গোয়াইনঘাটের দেলোয়ার হোসেনের হাত থেকে কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো। তিনি ভাবতেই পারেননি তার সে হাত আবার জোড়া লাগবে। তবে ৮ ঘণ্টার অ’পারেশনে সে হাতটি জোড়া লাগাতে সফল হয়েছেন সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতা’লের চিকিৎসকরা।
অ’পারেশন চলে শুক্রবার রাত ৯টা থেকে শনিবার ভোর পাঁচটা পর্যন্ত। ডা. আব্দুল মান্নানের নেতৃত্বে জটিল এ অ’পারেশনে অংশ নেন ডা. মো. তওফিক আলম সিদ্দীকী’, ডা. এন এ শোভন, ডা. পল্লব, ডা. মাসুদ হোসাইন।
২২ বছর বয়সী দেলোয়ার হোসেনের বাড়ি সিলেটের গোয়াইনঘাটে। জানা যায়, ভাই ও ভাবির কলহের জেরে শুক্রবার উপজে’লার রুস্তমপুর ইউনিয়নের পীরেরবাজার টেংনাগুল গ্রামে তালতো ভাইয়ের দায়ের কোপে হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো। বিচ্ছিন্ন হওয়া হাত নিয়ে মাউন্ট এডোরা হাসপাতা’লে ভর্তি হন দেলোয়ার। পরে চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় সফল অ’পারেশন করা হয়।