cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে নিজেদের রেশনের চাল বিলিয়ে দিয়েছেন ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর রমেশ গুচ্ছ গ্রামের ঘরে ঘরে গিয়ে ২০ জনের মাঝে এ চাল বিতরণ করেন পুলিশ সদস্যরা।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. আরমান হোসেন বলেন, এখানে ১২ জন কনস্টেবল, দুইজন এএসআই, একজন এসআই ও আমি ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে গত মার্চ মাসের আমাদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত রেশনের চাল চর রমেশের গুচ্ছ গ্রামের ২০ জন কর্মহীন অসহায়, দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে বিতরণ করেছি।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের চাল পেয়ে তাদের মুখে যে হাসি ফুটে উঠেছিল সেটা কেউ কোটি টাকা দিয়েও পাবে না। আমরা এ তদন্ত কেন্দ্রের সকল পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সব সময় সাধ্য অনুযায়ী সমাজের অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। আইনশৃঙ্খলা রক্ষা ও মানবতার সেবায় আমরা সবাই ঐক্যবদ্ধ। বর্তমান পরিস্থিতিতে অসহায়-দরিদ্র মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ।