সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শাহজালাল জামেয়ার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ভবিষ্যত বাংলাদেশের নাগরিকদের পড়াশুনার পাশাপাশি সুস্থ সবল হয়ে উঠতে হবে। খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখতে কার্যকর ভুমিকা রাখে। খেলাধুলায় সফল হলে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা সম্ভব। বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের আদর্শ মানুষরুপে গড়ে তুলতে হলে দৃঢ় মনেবলের অধিকারী হয়ে ঊঠতে হবে। নৈতিক শিক্ষা দিতে পারে এমন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সুনাম রয়েছে। ভবিষ্যতের আলোকিত মানুষ তৈরীতে এই প্রতিষ্ঠানের ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
গতকাল সোমবার জামেয়ার গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ফজলুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক রওশন আরা বেগম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, সিলেট শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন, দি সিলেট ইসলামিক সোসাইটির এসিস্ট্যান্ট সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার প্রিন্সপাল গোলাম রব্বানী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, সাবেক শিক্ষক মাওলানা আব্দুল জলিল, ক্রীড়া কমিটির আহবায়ক মোখলেছুর রহমান। উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক মুহাম্মাদ মুহিব আলী ও প্রভাষক মুহিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্র আহমদ ইবতেহাজ তানহা। অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ দিকে গত রোববার মহিলা বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং সাইন্স অ্যান্ড পলিমার বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. সালমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক শাহিদা বেগম। অনুষ্ঠানে দুটি পর্বে সভাপতিত্ব করেন প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম ও কলেজ ইনচার্জ মোর্শেদা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম ক্রীড়া আহবায়িকা ইয়াসমিন আরা। আরো বক্তব্য রাখেন ইংলিশ মিডিয়াম শাখার ইনচার্জ সেলিনা আক্তার ক্রৌরি, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী। ১ম পর্বের উপস্থাপনায় ছিলেন জাহিদা বেগম ও নাজিয়া হক। ২য় পর্বের উপস্থাপনায় ছিলেন নাসিমা আক্তার ও কামরুন্নাহার জেবিন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: