সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

প্রবাসী সম্মাননা–২০২৫ পেলেন সাংবাদিক ক্যারল

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়, চ্যারিটি কার্যক্রম এবং দেশ–বিদেশে আর্থ–সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল সরকারিভাবে “প্রবাসী সম্মাননা–২০২৫” লাভ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসন–এর আয়োজনে কবি নজরুল অডিটোরিয়াম–এ অনুষ্ঠিত প্রথম প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন পান্ডুলিপি প্রকাশনার প্রকাশক, কবি ও সাহিত্যিক বায়জিদ মাহমুদ ফয়সল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারোয়ার আলম। সিলেটের বিভিন্ন স্তরের গুণীজন এতে উপস্থিত ছিলেন। এর আগে সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে সম্মাননার বিষয়টি তাকে অবহিত করেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সিলেট জেলার প্রবাসী নাগরিকদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় ক্বীন ব্রিজ থেকে বর্ণাঢ্য র‌্যালি, সকাল ১১টায় “সফল প্রবাসী সম্মাননা” প্রদান এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউস–এ “স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক সেমিনার।

সংক্ষিপ্ত পরিচিতি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের সন্তান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। মরহুম আব্দুর রহিম ও মরহুমা রেজিয়া খানমের চার সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ১৯৮৫ সালের জানুয়ারিতে পরিবারসহ লন্ডনে পাড়ি জমান। প্রবাস জীবনে তিনি শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও মানবসেবামূলক নানা কর্মকাণ্ডে সক্রিয় থেকে লন্ডন বাংলা মিডিয়ার পরিচিত মুখ হয়ে ওঠেন। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাব–এর সদস্য।

এর আগে তিনি Tower Hamlets Council–এর মর্যাদাপূর্ণ সিভিক অ্যাওয়ার্ড এবং The Sunrise Today–এর তৃতীয় জার্নালিস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।

চ্যারিটি ও সামাজিক অঙ্গনে তিনি Zamzam Charitable Trust–এর ট্রাস্টি ও নির্বাহী পরিচালক, East Hand Charitable Trust–এর উপদেষ্টা, London Education Trust এবং London Iqra Institute–এর ট্রাস্টি ও চেয়ারম্যান। পাশাপাশি East London Mosque ও London Muslim Centre ট্রাস্টের সদস্য।

তিনি Golapganj Community Trust UK–এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা। সাংবাদিকতা অঙ্গনে তিনি Weekly Euro Bangla–এর সম্পাদক এবং ইউটিউবভিত্তিক LB24–এর ম্যানেজিং এডিটর।

এছাড়া তিনি Bijilink Associate Group–এর চেয়ারম্যান এবং Sylhet Women’s Medical College & Hospital, **Ibn Sina Hospital**সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক। ক্রীড়া ও সামাজিক সংগঠনসহ বহু মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে তিনি দেশ–বিদেশে কল্যাণমূলক কাজে অবদান রেখে চলেছেন।

দীর্ঘ প্রবাস জীবনে মানবসেবায় নিবেদিত এই সাংবাদিক ও সংগঠকের সম্মাননা প্রাপ্তি প্রবাসী কমিউনিটির জন্য এক অনুপ্রেরণাদায়ক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org