![]()


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ অন্তত ১৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) ভোরে নগরীর চৌকিট ও জালান ক্লাং লামা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বসবাস ও কর্মসংস্থানের বিস্তৃত চিত্র উঠে আসে।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, চৌকিট এলাকার একটি পুরোনো অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৭৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে ২৩ জন নারী। ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযান দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ফল। সংশ্লিষ্ট এলাকাটি আগে থেকেই অবৈধ অভিবাসীদের একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল।
আটক ব্যক্তিদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও কাজের অনুমতি না থাকা এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ আনা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক হওয়াদের মধ্যে ৩৯ জন ইন্দোনেশিয়া, ২৫ জন বাংলাদেশ, ১০ জন নেপাল, দুজন ভারত, দুজন পাকিস্তান এবং একজন মিয়ানমারের নাগরিক। অভিযান শেষে সবাইকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন হেফাজতে নেওয়া হয়েছে।