সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট বিপিএল : মাঠে হার্ট অ্যাটাক, বাচানো গেল না ঢাকার কোচ জাকিকে

স্পোর্টস রিপোর্টার ::

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগমুহূর্তে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরু হতে তখনও প্রায় ২০ মিনিট বাকি। মাঠের দুই পাশে ক্রিকেটাররা ও কোচিং স্টাফরা ওয়ার্মআপ করছিলেন। এমন সময় হঠাৎ করেই মাঠে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। সঙ্গে সঙ্গে টিম স্টাফরা তাকে ঘিরে ধরেন এবং মাঠেই সিপিআর দেওয়া হয়।

দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে সিপিআর দেওয়ার পর একপর্যায়ে জাকি সাড়া দিলেও হাসপাতালে নেওয়ার পথে আবার নিস্তেজ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পরপরই দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এই আকস্মিক মৃত্যুতে মাঠজুড়ে নেমে আসে শোকের ছায়া।

বাংলাদেশের সাবেক এই পেসার খেলোয়াড়ি জীবন শেষে দীর্ঘদিন কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বোর্ডের অধীনে এবং ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরে তিনি বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিবির বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

দেশের পেস আক্রমণ গড়ে তোলায় তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদ-এর মতো পেসারদের বোলিং উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে জাকির তত্ত্বাবধানেই সেটি সংশোধন করা হয়।

ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে জানায়, গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মারা যান তিনি।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের পরিচিত মুখ মাহবুব আলী জাকির আকস্মিক প্রয়াণে ক্রিকেট অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি হয়ে রইল এক শোকাবহ দিন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org