সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

লেবুর সঙ্গে আদা চাষে সফল কাজী কাউছার

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ফয়জাবাদ হিলসের পাহাড়ি টিলায় লেবুর পাশাপাশি আদা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন চাষি কাজী কাউছার। প্রায় ১৫ একর জমিতে তার ১০ হাজার বারোমাসি লেবু গাছ রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে তিনি ৫ একর জমির লেবু গাছের নিচে উন্নত জাতের আদা রোপণ করেন। বর্তমানে সেই আদার বাম্পার ফলনে উচ্ছ্বসিত তিনি।

কাজী কাউছার জানান, আদা রোপণের এক মাসের মাথায় চারা গজায়। ফেব্রুয়ারি মাসে এসব আদা বাজারজাত করা যাবে। ধারণা করা হচ্ছে, প্রতিটি লেবু গাছের নিচ থেকে এক থেকে দেড় কেজি আদা উৎপাদন হবে। এতে ১ হাজার ৬০০ কেজি আদা পাওয়া যাবে, যা প্রতিকেজি ১২০ টাকা ধরে বিক্রি করলে প্রায় ১ লাখ ৯২ হাজার টাকা আসবে। এতে খরচ ধরা হয়েছে ১০ হাজার টাকা। অন্যদিকে, ১০ হাজার লেবু গাছ থেকে বছরে প্রায় ১৪ লাখ টাকার লেবু বিক্রি হয়, যার উৎপাদন খরচ প্রায় ৭ লাখ টাকা।

কাজী কাউছার বলেন, “ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে পাহাড়ি টিলায়ও সফল চাষ করা সম্ভব। লেবুর সঙ্গে আদার চাষ শুরু করেছি। কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের পরামর্শে কাজ এগিয়ে নিয়েছি। শ্রমিকদেরও সহযোগিতা রয়েছে।”

স্থানীয় কৃষি শ্রমিক সাধু মুন্ডা, উপেন তাতী ও রবি সাঁওতাল জানান, চা বাগানে কাজ না থাকায় তারা আদা ও লেবুর পরিচর্যার কাজে যুক্ত হয়ে আয় করছেন। এতে পরিবারের অভাব দূর করতে সহায়তা হচ্ছে।

খালাতো ভাই মো. শাহনেওয়াজ মিয়া বলেন, “সময় পেলেই পাহাড়ে আসি। লেবু গাছের নিচে আদার বাম্পার ফলন দেখে ভালো লাগছে। কাজী কাউছারের এ সাফল্য আমাদের জন্য অনুপ্রেরণা।”

বাহুবল উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম বলেন, “লেবুর পাশাপাশি আদা চাষে কাজী কাউছার সফলতা পেয়েছেন। মাঝে মধ্যে তিনি আমার কাছ থেকে পরামর্শ নেন। তার বাগানে আদার বাম্পার ফলন দেখে ভালো লেগেছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু জানান, বাহুবলের পাহাড়ি এলাকায় অধিকাংশ কৃষক লেবু চাষে যুক্ত থাকলেও এখন লেবুর সঙ্গে আদা চাষ শুরু হয়েছে। কাজী কাউছার সেই উদ্যোগে সফলতা পেয়েছেন।

তিনি আরও বলেন, “আদা একটি ভেষজ উপাদান, যা হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি-কাশি উপশম করে এবং নানাভাবে স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। তাই জমি ফেলে না রেখে লেবুর মতো অন্যান্য ফসলের সঙ্গে আদা চাষ করা প্রয়োজন।”

বাহুবলের পাহাড়ি টিলায় লেবুর পাশাপাশি আদা চাষে কাজী কাউছারের এ সাফল্য এখন অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণার এক নতুন দিগন্ত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: