![]()


স্পোর্ট রিপোর্টার ::
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা উঠছে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
বিপিএল শুরুর আগেই সিলেটকে পরিচ্ছন্ন ও অতিথিবান্ধব করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে এবং লাভ ক্রিকেট ও ক্লিন সিলেট-এর সহায়তায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রবেশপথ ও আশপাশের সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে সিলেটের বিভিন্ন ক্রীড়া একাডেমির খেলোয়াড় ও বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
স্টেডিয়ামের প্রধান ফটক থেকে শুরু করে আশপাশের সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থী জ্যোতি বলেন, সিলেট প্রাকৃতিক সৌন্দর্যঘেরা একটি শহর এবং সিলেট স্টেডিয়াম বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়ামগুলোর একটি। এখানে খেলা হবে অথচ সড়কে ময়লা থাকবে—এটা কোনোভাবেই কাম্য নয় বলেই তারা এই উদ্যোগ নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রাহাত শামস বলেন, দেশের সবচেয়ে বড় ক্রিকেট আয়োজন এবছর সিলেট থেকে শুরু হচ্ছে, যা সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। দেশি-বিদেশি খেলোয়াড়রা যেন স্টেডিয়ামের পাশাপাশি সিলেটের সড়কপথও পরিচ্ছন্ন দেখতে পান, সে লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
এবার সিলেট পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এবারের টুর্নামেন্টের প্রথম পর্ব।
তবে উদ্বোধনী দিনের ম্যাচের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বিপিএল ইভেন্ট টেকনিক্যাল কমিটি। উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার কারণে প্রথম ম্যাচটি দুপুর ২টার পরিবর্তে শুরু হবে বিকেল ৩টায়। প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিট বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল ৪টা ৫০ মিনিটে, যা চলবে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত।
দিনের দ্বিতীয় ম্যাচটিও পিছিয়ে দেওয়া হয়েছে। ফ্লাডলাইটের আলোয় ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিট বিরতির পর রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা শেষ হবে রাত ১১টা ৫ মিনিটে।
বিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিবর্তিত সময়সূচি কেবল উদ্বোধনী দিনের জন্যই প্রযোজ্য। বিপিএলের দ্বাদশ আসরকে ঘিরে সিলেটজুড়ে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।