cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) এর অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক চৌধুরীর দিকনির্দেশনায় বড়লেখা উপজেলার বিভিন্ন বিজিবি ক্যাম্পের উদ্যোগে এ কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।
ক্যাম্পগুলোর নিকটবর্তী স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে জনসচেতনতামূলক মতবিনিময় সভা, লিফলেট বিতরণ এবং প্রচারাভিযান পরিচালিত হয়। এরই অংশ হিসেবে বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার হলরুম এবং কাঠালতলীর খলাগাঁও বাজারে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বড়াইল মাদ্রাসায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মাওলানা আব্দুর নুর এবং সঞ্চালনায় ছিলেন বিজিবির নায়েক আলমগীর হোসেন। বক্তব্য রাখেন লাতু ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব বাবু, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন ও সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বিজিবি শুধুমাত্র সীমান্ত পাহারায় নয়, সমাজে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতেও অগ্রণী ভূমিকা পালন করছে।
এছাড়া বিকেলে খলাগাঁও বাজারে বিওসি টিলা ক্যাম্পের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন নায়েক শহিদুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউপি সদস্য লিয়াকত আলী, জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, বিএনপি নেতা এনামুল হক, সমাজসেবক ইমরান হোসাইন, সাংবাদিক এজে লাভলু, তাহমিদ ইশাদ রিপন ও আশফাক আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, মাদকের পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। তাদের প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। বিশেষ করে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং বিজিবিকে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।