সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

‘উত্তরণ’ নাটকের ৩৩তম প্রদর্শনী বৃহস্পতিবার

ডেইলি সিলেট ডেস্ক ::

বিবেকানন্দ থিয়েটারের তেইশতম প্রযোজনা ‘উত্তরণ’ নাটকের ৩৩তম মঞ্চায়ন হতে যাচ্ছে আগামী ২৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে, ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনার পাশাপাশি নাম ভূমিকায় অভিনয় করেছেন শুভাশীষ দত্ত তন্ময়।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে ‘উত্তরণ’ নামক একজন মানুষের আত্মপরিশোধনের সংগ্রামকে ঘিরে। সমাজের প্রচলিত পথভ্রষ্ট জীবনধারা থেকে বেরিয়ে আসার প্রত্যাশা, আলোয় ফিরে আসার আকুতি, আর মানুষের ভিড়ে নিজের অস্তিত্ব পুনঃনির্মাণের সংগ্রাম—এই তিনটি স্তম্ভেই দাঁড়িয়ে আছে নাটকটি। উত্তরণ কি শেষ পর্যন্ত আলো খুঁজে পায়? উত্তরণদের জীবনে কি সত্যিকারের উত্তরণ ঘটে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার ভেতর দিয়েই নাটকটি এগিয়ে যায়।

নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু বলেন, ‘পথভ্রষ্ট মানুষ চায় মূল পথে ফিরে আসতে, যেমনিভাবে গভীর আঁধার পেরিয়ে মানুষ নব প্রভাতের আলোর অপেক্ষা করে। সূর্যোদয়ে যেমন আলোর প্রকাশ, তেমনি নাটক ‘উত্তরণ’ জ্ঞানালোকের এক প্রজ্বলিত আভা।’

নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, ‘এই নাটকে আমরা দলগতভাবে কল্পনাপ্রবণ চরিত্রের সম্মিলন করেছি এবং দর্শকের সামনে জীবন্ত অনুভূতি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। ৩৩তম মঞ্চায়ন আমাদের সেই নিরবিচার প্রচেষ্টারই ধারাবাহিকতা।’

নাটকটির মঞ্চ নির্মাণে কাজ করেছেন ফজলে রাব্বি সুকর্ণ, আলোয় পলাশ হেনড্রী সেন, মিউজিক ও পোস্টারে হামিদুর রহমান পাপ্পু এবং পোশাক ও রূপসজ্জায় ছিলেন শুভাশীষ দত্ত তন্ময় নিজেই।

অভিনয়ে অংশ নিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়, শান্তনু সাহা, রাজীব দেব অমিত, সুধাংশু নাথ, শফিকুল ইসলাম, রিমন সাহা, সুমিত চন্দ্র দাস, অভয় সাহা, প্লাবন আহমেদসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: